ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পলাশবাড়ীতে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৪ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭
পলাশবাড়ীতে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে নিহত ১

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে মোসলেম উদ্দিন প্রধান (৫১) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার (২৩ এপ্রিল) সকাল ৮টার দিকে পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের রাইতি নড়াইল গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।  

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে টিউবওয়েলের পানি ও রান্নার সময় চুলার ধোয়া নিয়ে মোসলেম উদ্দিনের সঙ্গে তার চাচাতো ভাই জোবেদ আলীর বিরোধ চলে আসছিল।

এর জের ধরে সকালে দুই পরিবারের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এসময় জোবেদ আলী ও তার ছেলে আনারুল হক লাঠি দিয়ে মোসলেম উদ্দিনকে পিটিয়ে গুরুতর আহত করেন। এ অবস্থায় মোসলেমকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।

গাইবান্ধার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) মো. রেজিনুর রহমান বাংলানিউজকে জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।