ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঝিনাইদহে জঙ্গি সন্দেহে নারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০১ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭
ঝিনাইদহে জঙ্গি সন্দেহে নারী আটক

ঝিনাইদহ: ঝিনাইদহে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির সদস্য সন্দেহে মাজেদা খাতুন নামে এক নারীকে আটক করেছে পুলিশ। 

শনিবার (২২ এপ্রিল) রাতে সদর উপজেলার চুয়াডাঙ্গা গ্রামে তার বাড়ি থেকে তাকে আটক করা হয়। মাজেদা খাতুন ওই গ্রামের আব্দুল লতিফের স্ত্রী।

তিনি নব্য জেএমবি নেতা আব্দুল্লাহ’র শাশুড়ি।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার বাংলানিউজকে জানান, আব্দুল্লাহ’র মতো তার শাশুড়িরও জঙ্গি সংশ্লিষ্টতা রয়েছে সন্দেহে রাতে মাজেদাকে আটক করা হয়।  

শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার দুপুর ২টা পর্যন্ত ঝিনাইদহের পোড়াহাটি গ্রামে নব্য জেএমবি নেতা আব্দুল্লাহ’র বাড়িতে অপারেশন সাউথ প পরিচালনা করে কাউন্টার টেরোটিজম ইউনিট  অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। এসময় সেখান থেকে বিপুল বোমা পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম, জিহাদি বই ও রাসায়নিক দ্রব্য উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১০৫৯ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।