ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বাচ্চুর ১৩তম মৃত্যুবার্ষিকী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৬ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭
 মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বাচ্চুর ১৩তম মৃত্যুবার্ষিকী

মুন্সীগঞ্জ: মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সংগ্রাম পরিষদের অন্যতম সদস্য ও মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী গিয়াসউদ্দিন আহমেদ ওরফে বাচ্চু কাজীর ১৩তম মৃত্যুবার্ষিকী রোববার (২৩ এপ্রিল)। 

এ উপলক্ষে রোববার বাদ জোহর তার গ্রামের বাড়ি ধামারন গ্রামের কাজী বাড়ি জামে মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া একই দিন ধামারন কাজী বাড়ি পারিবারিক কবরস্থানে তার কবর জিয়ারত ও দোয়া পাঠ করা হবে।

সাংবাদিক কাজী সাব্বির আহমেদ দীপুর বাবা কাজী গিয়াসউদ্দিন আহমেদ ওরফে বাচ্চু কাজী ২০০৪ সালের ২৩ এপ্রিল মৃত্যুবরণ করেন।  

বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।