ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শাহজালালে ৩শ’ কার্টন বিদেশি সিগারেট জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৪ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭
শাহজালালে ৩শ’ কার্টন বিদেশি সিগারেট জব্দ

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি নিষিদ্ধ ৩শ’ কার্টন বিদেশি ইজি ব্র্যান্ডের সিগারেট জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউসের বিমানবন্দর ইউনিট।

রোববার (২৩ এপ্রিল) সকালে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার মো.আল-আমিন।

তিনি বাংলানিউজকে বলেন, যাত্রী অব্দুল হালিম (৩০) গালফ এয়ারের ফ্লাইট নং জিএফ২৫০ এ ভোর ৫টায় শাহজালালে অবতরণ করেন।

তিনি পাকিস্তান থেকে বাই রুট ব্যবহার করে বাহরাইন হয়ে বাংলাদেশে এসেছেন। তার গ্রামের বাড়ি ফেনী। বিমানবন্দরে অবতরণের পর গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তার লাগেজ স্ক্যান করলে সিগারেটের অস্তিত্ব পাওয়া যায়। এরপর তার ল্যাগেজ থেকে ৩শ’ কার্টন আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় ৭ লাখ ৫০ হাজার টাকা।

জব্দ পণ্যের বিষয়ে বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ০৯১৪ ঘণ্টা, এপ্রিল ২৩,২০১৭
এসজে/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ