ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

‘বাংলাদেশের আইন-শৃঙ্খলা বাহিনী জঙ্গি দমনে সফল’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৭
‘বাংলাদেশের আইন-শৃঙ্খলা বাহিনী জঙ্গি দমনে সফল’ বক্তব্য রাখছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম

সিলেট: বাংলাদেশের আইন-শৃঙ্খলা বাহিনী জঙ্গি দমনে সফল হয়েছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

শনিবার (২২ এপ্রিল) সন্ধ্যায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সন্ত্রাস-জঙ্গিবাদ ও নৈরাজ্যের বিরুদ্ধে জনসচেতনতামূলক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সিলেট পেশাজীবী সমন্বয় পরিষদ এ সভার আয়োজন করে।

খাদ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের আইন-শৃঙ্খলা বাহিনী জঙ্গি দমনে সফল হয়েছে। বাংলাদেশের ন্যায় পশ্চিমা দেশগুলোও জঙ্গি দমনে এতোটা সফল হতে পারেনি। আমাদের দক্ষ আইন-শৃঙ্খলা বাহিনী অত্যন্ত সফলভাবে জঙ্গি দমন করতে পেরেছে। জঙ্গিবাদ সম্পর্কে ছোট-বড় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, যারা জঙ্গিদের পৃষ্ঠপোষকতা করে আসছে, এদেশের জনগণ তাদের কোনো দিন ক্ষমতায় আসতে দেবে না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি স্বাচিপ নেতা ডা. এহতেশামুল হক দুলাল। এছাড়া সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আব্দুল গণির পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল ও সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩১০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৭
এনইউ/এসআরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।