ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাংলাদেশ স্ট্রোক ফাউন্ডেশনের অনুষ্ঠানিক যাত্রা শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৭
বাংলাদেশ স্ট্রোক ফাউন্ডেশনের অনুষ্ঠানিক যাত্রা শুরু বাংলাদেশ স্ট্রোক ফাউন্ডেশনের অনুষ্ঠানিক যাত্রা শুরু

ঢাকা: স্ট্রোকে আক্রান্ত রোগী হাসপাতালে জরুরী চিকিৎসার পর রোগীর পুর্নবাসন চিকিৎসার গুরুত্ব বিবেচনায় বাংলাদেশ স্ট্রোক ফাউন্ডেশনের অনুষ্ঠানিক যাত্রা শুরু হযেছে।

শনিবার (২২ এপ্রিল) রাজধানীর উত্তরায় প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে (২৩ লেক ড্রাইভ রোড, সেক্টর-৭) এক মতবিনিময় সভার মধ্যে দিয়ে এর অনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন- প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডেপুটি স্পিকার মো.ফজলে রাব্বী মিয়া।


 
সভায় ডেপুটি স্পিকার বলেন, আর্থিকভাবে অস্বচ্ছল মানুষের স্ট্রোক রোগের চিকিৎসা পরবর্তী পুনর্বাসনের জন্য বিনামূল্যে সেবা করবে এ প্রতিষ্ঠান। স্ট্রোক প্রতিরোধে সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা ও পুনর্বাসন সেবা নিশ্চিত করার উদ্দেশে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ স্ট্রোক ফাউন্ডেশন। বাংলাদশে স্ট্রোক ফাউন্ডশেন তার লক্ষ্য ও উদ্দশ্যে পূরণে নিরবিচ্ছন্নভাবে কাজ করে যাচ্ছে ৷

তিনি আরও বলেন, দেশে স্ট্রোক আক্রান্তের হার কমিয়ে আনা, সকল শ্রেণীর মানুষরে জন্য উন্নত জরুরী চিকিৎসা ও পুর্নবাসন সব নিশ্চিত করা এবং স্ট্রোক সম্পর্কিত শারিরিক প্রতিবন্ধকতা মুক্ত বাংলাদশে গড়াই বাংলাদশে স্ট্রোক  ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্যে ৷

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন- প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান নিউরো মেডিসিনের সহযোগী অধ্যাপক ডা. রাশিমুল হক রিমন, উপদেষ্টা ইস্ট ওয়স্ট মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা.ফেরদৌস রাব্বী, বিশিষ্ট ব্যাবসায়ী জুলকার শাহীন প্রমুখ।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়- রেজিস্ট্রেশন প্রাপ্তির পর থেকে ফাউন্ডেশনটি স্ট্রোক প্রতিরোধ নিয়ে অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় নিয়মিত স্ট্রোক প্রতিরোধ মূলক সচেনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এছাড়া স্ট্রোক প্রতিরোধ ও সচেতনতা নিয়ে তিনটি বড় ধরনের প্রোগ্রাম হয়েছে:-
 
এরই ধারাবাহিকতায় ৫ মার্চ উত্তরার ১৩নং সেক্টরে স্কাইটাচ স্কুল ক্যাম্পাসে একটি সেমিনার ও ফ্রি ফিজিওথেরাপি হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়েছে৷ যেখানে স্কুলের টিচার, কর্মকতা-কর্মচারী ও অভিভাবক মিলে সর্বমোট ১৫০ জন সেমিনারে অংশ নেন এবং ৬৫ জন হেলথক্যাম্প থেকে ফিজিওথেরাপি চিকিৎসা নেন ৷

এছাড়া ২৩ মার্চ গাজীপুর কাপাশিয়া উপজেলায় ঘাগটিয়া চালা হাইস্কুল ও রেজাউল হক মহিলা কলেজ ক্যাম্পাসে আলাদা দুইটি সেমিনার ও হেলথ ক্যাম্পের আয়োজন করা হয় ৷ সেমিনারে প্রায় ৩৫০ জন লোক অংশ নেন এবং ১৪০ জন লোক হেলথ ক্যাম্প থেকে ফিজিওথেরাপি চিকিৎসা সেবা নেন ৷

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৭
এসএম/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।