ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কীর্তনখোলায় লঞ্চ-জাহাজ সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৭
কীর্তনখোলায় লঞ্চ-জাহাজ সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি এম. ভি গ্রিনলাইন ওয়াটার ওয়েজ/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: বরিশালের কীর্তনখোলা নদীতে কয়লাবাহী কার্গো জাহাজ- এম ভি গ্রিনলাইন-২ লঞ্চের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২২ এপ্রিল) রাতে বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান।

তিনি বলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকির হোসেনের নেতৃত্বে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন কর‍া হয়েছে।

আগামী সাত দিনের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ইতোমধ্যে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

দুর্ঘটনার বিষয়ে কেন্দ্রীয় লঞ্চ মালিক সমিতির সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টু জানান, ওই স্থানে প্রায়ই নৌ-দুর্ঘটনা ঘটে। এখানে ৯০ ডিগ্রি মোড় রয়েছে। যার কারণে বিপরীতমুখি নৌ-যানকে দেখতে সমস্যা হয়। এ কারণেই বেশির ভাগ দুর্ঘটনা ঘটে।

বরিশাল বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তার ও ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজমল হুদা জানান, এরই মধ্যে উদ্ধারকারী জাহাজ নির্ভিক ঘটনাস্থলে পৌঁছেছে। আপাতত উদ্ধার কর্মীরা গ্রিনলাইন-২ উদ্ধার কাজ করবেন।

এরপর রোববার (২৩ এপ্রিল) ভাটার সময়ে কার্গো জাহাজের উদ্ধার কাজ শুরু করা হবে বলে আশাবাদব্যক্ত করেন তিনি।

শনিবার বিকেল পৌনে ৪ টার দিকে কীর্তনখোলা নদীতে কয়লাবাহী কার্গো জাহাজের সঙ্গে যাত্রীবাহী দিবা সার্ভিসের এম ভি. গ্রিনলাইন-২ লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রায় ৫২৫ টন কয়লা নিয়ে কার্গো জাহাজটি ঘটনাস্থলেই ডুবে যায়। এসময় লঞ্চের যাত্রী ও কার্গো জাহাজের আরোহীদের উদ্ধার করে নিরাপদে নিয়ে আসা হয়।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৭
এমএস/ওএইচ/বিএস

**
বরিশালে কার্গো জাহাজ-যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।