ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশালে কার্গো জাহাজ-যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৭
বরিশালে কার্গো জাহাজ-যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষ এম. ভি গ্রিনলাইন ওয়াটার ওয়েজ/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: বরিশালের কীর্তনখোলা নদীতে কয়লাবাহী কার্গো জাহাজের সঙ্গে যাত্রীবাহী দিবা সার্ভিসের এম ভি. গ্রিনলাইন-২ লঞ্চের (ক্যাটারমান) মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে কয়লাবাহী কার্গো জাহাজটি ঘটনাস্থলেই ডুবে যায়।

কীর্তনখোলা নদীর চরবাড়িয়া পয়েন্টে শনিবার (২২ এপ্রিল) বিকেল পৌনে ৪ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘাটনায় কোনো হতাহতের খরর পাওয়া যায়নি।

বরিশাল নৌ-পুলিশের সহকারী পুলিশ সুপার আব্দুল মোতালেব বাংলানিউজকে জানান, বেলা ৩ টার দিকে এম ভি. গ্রিনলাইন-২ (ওয়াটার ওয়েজ) লঞ্চটি বরিশাল থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। কীর্তনখোলা নদীর চরবাড়িয়া পয়েন্ট অতিক্রমকালে ঢাকা থেকে খুলনার উদ্দেশে যাওয়া মামুন মাসুদ-১ নামে একটি কার্গো জাহাজের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৫২৫ টন কয়লা নিয়ে কর্গো জাহাজটি ডুবে যায়। তবে, গ্রিনলাইন লঞ্চটির সামনের অংশ ফেটে গেলে যাত্রী নিয়ে তীরে চলে আসতে সক্ষম হয়।

গ্রিনলাইন লঞ্চের বরিশালের ব্যবস্থাপানা পরিচালক বাদশা বাংলানিউজকে জানান, এ জাহাজে প্রায় ৪শ’ যাত্রী ছিলো। যাত্রীদের কোনো সমস্যা হয়নি। সবাইকে নিরাপদে জাহাজ থেকে নদী তীরে নামিয়ে বিকল্প লঞ্চে বরিশাল লঞ্চঘাটে পাঠিয়ে দেওয়া হয়েছে।

বরিশাল নৌ-পুলিশের নদী বন্দর ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, কার্গো জাহাজে থাকা চালকসহ ১০ ক্রুকে নিরাপদে নদীর তীরে নিয়ে আসা হয়েছে।

গ্রিনলাইন লঞ্চের যাত্রী আরমান আহম্মেদ জানান, গ্রীনলাইন লঞ্চটি গিয়ে কার্গো জাহাজকে ধাক্কা দেয়। এতে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়লে মাস্টার লঞ্চটিকে তীরে নিয়ে আসেন। পরে স্থানীয়দের সহায়তায় নেমে যায় যাত্রীরা। এর পরপরই লঞ্চের পেছনের অংশে পানি উঠে যায়।

বরিশাল বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজমল হুদা জানান, খবর পেয়ে বিআইডব্লিউটিএয়ের নৌ-পুলিশ, কোস্টগার্ড, ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। এসময় লঞ্চের যাত্রী ও কার্গো জাহাজের আরোহীদের নিরাপদে নিয়ে আসা হয়। জাহাজগুলোকে উদ্ধারে বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী জাহাজ নির্ভীক ঘটনাস্থলে আসবে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার শাহানাজ পারভীন জানান, সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৭/আপডেট: ১৯২০ ঘণ্টা
এমএস/ওএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।