ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাতক্ষীরায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৭
সাতক্ষীরায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির

সাতক্ষীরা: সাতক্ষীরায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ এপ্রিল) সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর এতিমখানা চত্বরে সাইট সেভার্সের অর্থায়ন এবং স ম আব্দুর রউফ কমপ্লেক্স ও খুলনা বি এন এস বি চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে এ চক্ষু চিকিৎসা শিবির পরিচালিত হয়। 

সকালে সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেবামূলক এ কার্যক্রম উদ্বোধন করেন।  

এতে সভাপতিত্ব করেন স ম আব্দুর রউফ কমপ্লেক্স ও এতিমখানার প্রতিষ্ঠাতা সভাপতি এস এম মাহবুবুর রহমান।

 

এসময় আরো উপস্থিত ছিলেন- স ম আব্দুর রউফ কমপ্লেক্সের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সদস্য আব্দুর রশিদ, শিক্ষা সচিব সাদিকুল ইসলাম, সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা মুফতি ইমরানুল হক প্রমুখ।

খুলনা বি এন এস বি চক্ষু হাসপাতালের ডা. জুবায়ের রিয়াল ও ডা. মো. মনিরুজ্জামানের নেতৃত্বে ১৮ সদস্যের একটি মেডিকেল টিম তিন শতাধিক রোগীকে ব্যবস্থাপত্র দেয় এবং ৫২ জনকে বিনামূল্যে চোখের ছানি অপারেশনের জন্য বাছাই করে।  

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।