ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শাহজালালে ৭৫০ গ্রাম কোকেন জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৩ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৭
শাহজালালে ৭৫০ গ্রাম কোকেন জব্দ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জব্দ হওয়া কোকেন- ছবি: বাংলানিউজ

ঢাকা: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৭৫০ গ্রাম কোকেনসহ একটি পার্সেল জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)।

শনিবার (২২ এপ্রিল) গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকা থেকে পার্সেলটি জব্দ করা হয়।

ডিএনসির উপ-পরিচালক মামুন বাংলনিউজকে বলেন, কোকেনসহ জব্দ করা পার্সেলটির ওজন প্রায় সাড়ে ৬ কেজি।

পার্সেলে আরও অন্যান্য পণ্য রয়েছে। প্রাথমিক তল্লাশিতে পার্সেলটিতে ৭৫০ গ্রাম কোকেন পাওয়া গেছে। পুরো তল্লাশি করলে কোকেনের মোট পরিমাণ জানা যাবে।

আন্তর্জাতিক চক্রের কোকেনের একটি পার্সেল বিমানবন্দরে এসেছে এমন তথ্যের ভিত্তিতে পার্সেলটি জব্দ করা হয় বলে জানান তিনি।

তবে যার নামে পার্সেলটি ইস্যু হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে। জব্দ হওয়া কোকেনের বাজারমূল্য আনুমানিক ২৫ লাখ টাকা বলেও জানান ডিএনসির উপ-পরিচালক মামুন।

এ বিষয়ে কাস্টমস হাউসের কুরিয়ার ইউনিটের সহকারী কমিশনার কাজী রায়হানুজ্জামান বাংলানিউজকে বলেন, উগান্ডা থেকে কুরিয়ারের মাধ্যমে গার্মেন্টস ফেব্রিকসের আড়ালে কোকেন আমদানি করা হয়েছে এমন সংবাদ ছিলো। পরবর্তীতে এয়ারপোর্টে দায়িত্বরত আর্মড পুলিশের সহায়তায় পুরো গার্মেন্টস এর মাল খুলে পেঁচানো অবস্থায় কোকেনগুলো পাওয়া যায়।

তবে এ ঘটনায় কাওকে আটক করতে পারেনি বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৭
পিএম/এসজে/জিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad