ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দৌলতপুরে বন্ধুর ব্যাটের আঘাতে আহত কিশোরের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৭
দৌলতপুরে বন্ধুর ব্যাটের আঘাতে আহত কিশোরের মৃত্যু

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ক্রিকেট খেলার সময় বন্ধুর ব্যাটের আঘাতে আহত হাসিবুল ইসলাম (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার (২২ এপ্রিল) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত হাসিবুল ইসলাম উপজেলার ফিলিপনগর ইউনিয়নের গোলাবাড়ি গ্রামের এজাজুল হকের ছেলে।

সে গোলাবাড়ি দাখিল মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্র।

ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম ফজলুল হক কবিরাজ বাংলানিউজকে জানান, শুক্রবার (২১ এপ্রিল) বিকেলে স্থানীয় মাঠে ক্রিকেট খেলতে গিয়ে হাসিবুল ও তার সহপাঠী বন্ধু রানার মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রানা ক্ষুদ্ধ হয়ে হাতে থাকা ক্রিকেট ব্যাট দিয়ে হাসিবুলের মাথায় আঘাত করলে গুরুতর আহত হয় সে। এ অবস্থায় স্থানীয়রা তাকে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্স ও পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।  

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।