ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

১০ বছর আগের পুলিশ এখনকার পুলিশ এক নয়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৮ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৭
১০ বছর আগের পুলিশ এখনকার পুলিশ এক নয় ১০ বছর আগের পুলিশ এখনকার পুলিশ এক নয় স্বরাষ্ট্রমন্ত্রী-ছবি: বাংলানিউজ

সাভার, ঢাকা: ১০ বছর আগের পুলিশ এখনকার পুলিশ এক নয়। এখনকার পুলিশ জনবান্ধব বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

শনিবার (২২ এপ্রিল) দুপুরে সাভারের অমরপুর বেদে পল্লীতে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন, আজ বেদেদের পেশা পরিবর্তনের সময় এসেছে।

বেদেরা সাপ ধরা ছেড়ে ব্যবসা-বাণিজ্যের প্রতি অগ্রসর হচ্ছে।

এসময় তিনি বেদে সম্পদায়ের প্রশিক্ষণ গ্রহীতাদের মধ্যে সনদ বিতরণ করেন।

পরে মন্ত্রী ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ডের সিটি সেন্টারের পাশে বেদে সম্প্রদায়ের উত্তরণ ফাউন্ডেশনের শো-রুম উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন- ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান, পুলিশ সদর দপ্তরের এডিশনাল ডিআইজি হাবিবুর রহমান ও ঢাকা জেলা আওয়ামী যুবলীগের সভাপতি বেনজির আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।