ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ক্রিকেট বল কিনে বাড়ি ফেরা হলো না নিশানের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫১ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৭
ক্রিকেট বল কিনে বাড়ি ফেরা হলো না নিশানের

বগুড়া: ক্রিকেট বল কিনে বাড়ি ফেরা হলো না নিশানের। বালু বোঝাই ঘাতক ট্রাক কেড়ে নিল তার প্রাণ।

সড়ক দুর্ঘটনায় নিহত নিশান জামুন্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
 
শুক্রবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার কলেজ রোড-মুরাদপুর আঞ্চলিক সড়কের গোসাইবাড়ী বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



স্থানীয়রা জানান, উপজেলার কুসুম্বী ইউনিয়নের উত্তর পেঁচুল হিন্দুপাড়ার নীল চাঁদের ছেলে নিশান বাইসাইকেলযোগে গোসাইবাড়ি বটতলা বাজারে ক্রিকেট বল কিনতে আসে।
 
এ সময় শেরপুর থেকে মুরাদপুরগামী বালুবোঝাই ট্রাক সজোরে ধাক্কায় দিলে সে গুরুতর আহত হয়।
 
পরে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়ার পথে নিশান মারা যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
 
রাত ১০টার দিকে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মজিদ বাংলানিউজকে জানান, ঘাতক ট্রাক ও চালক-হেলপারকে আটক করা যায়নি।
 
বাংলাদেশ সময়: ০৫৪৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৭
এমবিএইচ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।