ঢাকা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লামায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৭
লামায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

বান্দরবান: বান্দরবানের লামায় ৩শ’ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে বীজ ও সার দেওয়া হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর বৃহস্পতিবার (২০ এপ্রিল) ও শুক্রবার (২১ এপ্রিল) এ বীজ ও সার বিতরণ করে।

দু’দিনব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, কৃষক ও স্থানীয় জনপ্রতিনিধিরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

লামা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তা মো. নূরে আলম জানান, উপজেলার প্রায় আড়াইশ’ কৃষককে ৫ কেজি করে আউশ ধানের বীজ, ২০ কেজি করে ইউরিয়া সার, ১০ কেজি করে এমওপি সার ও ১০ কেজি করে ডিএপি সার বিনামূল্যে দেওয়া হয়। আরও পঞ্চাশ জন কৃষকের মাঝে বিভিন্ন কৃষি সামগ্রী বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৭
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।