ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভারতের দাদাসাহেব ফালকে পুরস্কার পেলেন সায়েম সোবহান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৭
ভারতের দাদাসাহেব ফালকে পুরস্কার পেলেন সায়েম সোবহান দাদাসাহেব ফালকে পুরস্কার হাতে সায়েম সোবহান আনভীর

ঢাকা: মিডিয়া ও সমাজসেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ ভারতের মর্যাদাপূর্ণ ‘দাদাসাহেব ফালকে এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০১৭’ পেলেন ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপ ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর।

শুক্রবার (২১ এপ্রিল) সন্ধ্যায় ভারতের মুম্বাইয়ের সেইন্ট অ্যান্ড্রু’স কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ অ্যাওয়ার্ড গ্রহণ করেন। তার হাতে পুরস্কার তুলে দেন প্রখ্যাত কবি ও গীতিকার জাভেদ আখতার।

দাদাসাহেব ফালকে পুরস্কার প্রদান অনুষ্ঠানগণমাধ্যম ও সমাজসেবা শাখায় প্রথম বাংলাদেশি হিসেবে এ পুরস্কার অর্জন করলেন সায়েম সোবহান আনভীর।

এ বছর আরও যারা এ পুরস্কার পেয়েছেন তারা হলেন- ঐশ্বরিয়া রায়, হেমা মালিনী, সংগীত শিল্পী ফাল্গুনী পাঠক ও কমেডিয়ান রাজু শ্রীবাস্তব।

জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান শুরু হয় সন্ধ্যা ৬টায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম ও কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন।

দাদাসাহেব ফালকে পুরস্কার প্রদান অনুষ্ঠানসায়েম সোবহান সমাজসেবা ও গণমাধ্যমে অবদান রাখার পাশাপাশি বাংলাদেশের খেলার জগতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। এসব বিষয় বিবেচনায় নিয়েই তাকে এ পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়।

দাদাসাহেব ফালকের প্রকৃত নাম ধুন্ডীরাজ গোবিন্দ ফালকে। তাকে ভারতীয় সিনেমার জনক বলা হয়ে থাকে।

বাংলা‌দেশ সময়: ০৩৩৭ ঘণ্টা, এ‌প্রিল ২২, ২০১৭
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।