ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাঙামাটিতে সকাল-সন্ধ্যা পরিবহন ধর্মঘট শনিবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৭
রাঙামাটিতে সকাল-সন্ধ্যা পরিবহন ধর্মঘট শনিবার

রাঙামাটি: এক বাসচালকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাঙামাটি জেলায় পরিবহন ধর্মঘট ডেকেছেন মালিক-শ্রমিকরা। শনিবার (২২ এপ্রিল) ভোর ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এ ধর্মঘট পালিত হবে।

রাঙামাটি জেলা বাস-ট্রাক মালিক সমিতির সভাপতি মো. মহিউদ্দিন সেলিম জানান, শুক্রবার (২১ এপ্রিল) বিকাল ৪টার দিকে শাহাদাত হোসেন যাত্রীবাহী বাস চালিয়ে যাওয়ার সময় কুতুবছড়ি এলাকায় সন্ত্রাসীদের হামলার শিকার হন।

আহত চালক বর্তমানে রাঙামাটি সদর হাসপাতালে চিকিৎসাধীন।

মো. মহিউদ্দিন সেলিম জানান, চালকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভোর ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত পুরো জেলায় পরিবহন বন্ধ থাকবে।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. সাফিউল সরোয়ার জানান, আহত চালক শাহাদাতকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০২৪৩ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৭
এজেডএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।