ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ঝালকাঠীতে কিশোর-কিশোরী সম্মেলন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৭
ঝালকাঠীতে কিশোর-কিশোরী সম্মেলন ৠালির মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝালকাঠী: ঝালকাঠীতে জেলা পর্যায়ের কিশোর-কিশোরী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ‘জেলা ক্লাবে সংগঠিত করে সমাজের ইতিবাচক পরিবর্তনে কিশোর-কিশোরীদের ক্ষমতায়ন’ কর্মসূচির আওতায় যৌথভাবে সম্মেলনের আয়োজন করে জেলা প্রশাসক ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।

‘আঠারোর আগে বিয়ে নয়, সকল শিশু কয়, নিজের পায়ে দাঁড়াবে তারা বিশ্ব করবে জয়’- স্লোগা‌নে শুক্রবার (২১ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র‌্যালির মাধ্যমে সম্মেলন শুরু হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়।

প‌রে শিল্পকলা একা‌ডে‌মি‌ মিলনায়তনে যৌতুক, ইভটিজিং, বাল্যবিবাহ, যৌন নির্যাতন ও নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার শপথ নেন জেলার চার উপজেলার ৩২টি ক্লাবের ১২৮ জন কিশোর-কিশোরীসহ অতিথিরা।

সম্মেলনে দিনব্যাপী খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ প্রতিযোগিতাসহ নানা আয়োজন করা হয়।

সম্মেলনে অংশ নেন জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরী, মহিলা বিষয়ক অধিদফতরের সহকারী পরিচালক আল আমিন ভূঁইয়া, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আলতাব হোসেন, সদর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী প্রমুখ।

বাংলা‌দেশ সময়: ২১৪৯ ঘণ্টা, এ‌প্রিল ২১, ২০১৭
এমএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।