ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিলেটে বজ্রপাতে কিশোরের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৭
সিলেটে বজ্রপাতে কিশোরের মৃত্যু

সিলেট: সিলেটে বজ্রপাতে তৌহিদুর রহমান (১১) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।  

শুক্রবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার সদরের বুড়দেও গ্রামে এ ঘটনা ঘটে। তৌহিদ ওই গ্রামের আব্দুল জলিলের ছেলে ও  কোম্পানীগঞ্জ সদর সদর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।

স্থানীয়দের বরাত দিয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন বাংলানিউজকে বলেন, বিকেলে ঝড়ের সময় বাড়ির পাশ্ববর্তী মাঠে গরু আনতে গেলে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হন তৌহিদ।

নিহত কিশোরের মরদেহ অনুমতি সাপেক্ষে বিনা ময়নাতদন্তে দাফনের জন্য নিয়ে গেছেন স্বজনরা। এছাড়া উপজেলা প্রশাসনের তরফ থেকে শিশুটির দাফন-কাফনের জন্য ১০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে বলেও জানান ওসি।  

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৭
এনইউ/এসআরএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।