ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বশেমুরবিপ্রবিতে সাইকোলজি ইন এভরিডে লাইফ শীর্ষক কর্মশালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৭
বশেমুরবিপ্রবিতে সাইকোলজি ইন এভরিডে লাইফ শীর্ষক কর্মশালা বশেমুরবিপ্রবিতে সাইকোলজি ইন এভরিডে লাইফ শীর্ষক কর্মশালা

গোপালগঞ্জ: গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ‘সাইকোলজি ইন এভরিডে লাইফ’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে।

শুক্রবার (২১ এপ্রিল) সকাল ৯টায় ক্যাম্পাসের গ্যারেজে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন প্রধান অতিথি হিসেবে এ কর্মশালার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।

কর্মশালার প্রথম দিনে বক্তব্য রাখেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক ইসরাত জাহান শাহনাজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক কিশোর রায়, প্রভাষক জান্নাতুল ফেরদৌস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী রাইসা, বিথী, তিথি, রিজভি, প্রিতিজা প্রমুখ।

কর্মশালায় বক্তারা মানুষের মানষিক সমস্যা এবং সমাধানের বিভিন্ন দিক নিয়ে বিশ্লেষণধর্মী আলোচনা করেন।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।