[x]
[x]
ঢাকা, বুধবার, ১২ বৈশাখ ১৪২৫, ২৫ এপ্রিল ২০১৮

bangla news

বঙ্গবন্ধুর সমাধিতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের শ্রদ্ধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৪-২১ ৩:৪৪:৪৪ পিএম
বঙ্গবন্ধুর সমাধিতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের শ্রদ্ধা

বঙ্গবন্ধুর সমাধিতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের শ্রদ্ধা

গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার দেওয়ান মো. হানজালা।

শুক্রবার (২১ এপ্রিল) দুপুরে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অপর্ণ করে শ্রদ্ধা জানান। এসময় তিনি ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন-শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. সাদেকুর রহমান, নির্বাহী প্রকৌশলী মীর মোয়াজ্জেম হোসেন, গোপালগঞ্জ জোনের নির্বাহী প্রকৌশলী মো. তারেক আনোয়ার জাহেদী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ডিপ্লোমা প্রকৌশল সমিতির সভাপতি মো. আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ গোপালগঞ্জ জোনের কর্মকর্তা ও কর্মচারীরা।

এর আগে তিনি গোপালগঞ্জ সার্কিট হাউজে গোপালগঞ্জ জোনের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে চলমান উন্নয়নমূলক কাজের অগ্রগতি নিয়ে মতবিনিময় করেন।
 
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa