[x]
[x]
ঢাকা, রবিবার, ৩ আষাঢ় ১৪২৫, ১৭ জুন ২০১৮

bangla news

আ’লীগ নেতা মমিনের কবর জেয়ারত করলেন ওবায়দুল কাদের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৪-২১ ৩:২৯:৪৪ পিএম
আ’লীগ নেতা মমিনের কবর জেয়ারত করলেন ওবায়দুল কাদের-ছবি: বাংলানিউজ

আ’লীগ নেতা মমিনের কবর জেয়ারত করলেন ওবায়দুল কাদের-ছবি: বাংলানিউজ

নোয়াখালী: নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা মরহুম অ্যাডভোকেট মমিন উল্যাহ’র কবর জেয়ারত করলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (২১ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে নোয়াখালী সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের ভুলুয়া ডিগ্রি কলেজ প্রাঙ্গণে তার কবর জেয়ারত করেন।

এসময় মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। পরে তিনি মরহুমেরর শোক সন্তপ্ত পরিবারের সদস্যের প্রতি সমবেদনা জানান এবং সহযোগিতার আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, পুলিশ সুপার ইলিয়াছ শরীফ, জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, ভুলুয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু জাফর মো. হারুন, নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্যাহ খান সোহেল, কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান ও নেয়াজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এএইচএম বাহাদুর প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa