[x]
[x]
ঢাকা, রবিবার, ১৩ জ্যৈষ্ঠ ১৪২৫, ২৭ মে ২০১৮

bangla news

রূপগঞ্জে চার জুয়াড়ির জরিমানা

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৪-২১ ৩:০১:১১ পিএম
নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়নগঞ্জের রূপগঞ্জে চার জুয়াড়ির প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২১ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারী কমিশনার ভূমি) সাইদুল ইসলাম এ জরিমানা করেন।

দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- গোলাকান্দাইল এলাকার মান্নান মিয়ার ছেলে অপু, ইমান উল্লাহর ছেলে এমরান মীর, আজগর আলীর ছেলে দেলোয়ার হোসেন, মালেক মিয়ার ছেলে আবির।

ভুলতা ফাঁড়ির ইন্সপেক্টর শহিদুল হক আলম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে জুয়া খেলার সময় চার জনকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক প্রত্যেককে নগদ ১০০ টাকা করে জরিমানা করেন।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa