Alexa
ঢাকা, সোমবার, ১১ বৈশাখ ১৪২৪, ২৪ এপ্রিল ২০১৭
bangla news
symphony mobile

সৈয়দপুরে পাখি রক্ষায় সাইকেল র‌্যালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৪-২১ ২:৫৩:৪৮ পিএম
নীলফামারী

নীলফামারী

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর উপজেলায় পাখি রক্ষায় সচেতনতা সৃষ্টির জন্য সাইকেল র‌্যালি করা হয়েছে।

শুক্রবার (২১ এপ্রিল) সকালে সেতুবন্ধন স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে র‌্যালিটি সৈয়দপুর রেলওয়ে ময়দান থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

র‌্যালির উদ্বোধন করেন সৈয়দপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার।

পরে রেলওয়ে মাঠে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন-সেতুবন্ধন স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও খুরশিদ জাহান কাঁকন প্রমুখ।

সৈয়দপুর পৌরসভার পৃষ্ঠপোষকতায় এ সাইকেল র‌্যালি থেকে পাখি রক্ষা, পাখির পরিবেশ সৃষ্টি, পাখি শিকার বন্ধসহ নানা স্লোগান সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।

সেতুবন্ধন স্বেচ্ছাসেবী সংগঠন দীর্ঘদিন ধরে পাখি রক্ষায় নানা কর্মসূচি পালন করছেন। এর মধ্যে রয়েছে সচেতনামূলক সভা, পাখির অভয়াশ্রম তৈরি, স্কুল-কলেজে শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় সভা।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৭
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

You May Like..