ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুসিক কাউন্সিলর একরাম হোসেন বাবু গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৭
কুসিক কাউন্সিলর একরাম হোসেন বাবু গ্রেফতার

কুমিল্লা: কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) ৮নং ওয়ার্ড কাউন্সিলর একরাম হোসেন বাবুকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাত সাড়ে ১১টায় নগরীর ঠাকুরপাড়া এলাকার নিজ বাড়ি  থেকে তাকে গ্রেফতার করা হয়।

কাউন্সিলর একরাম হোসেন হোসেন বাবু নগরীর ঠাকুরপাড়ার বাসিন্দা।

তিনি জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত।
 
কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম বাংলানিউজকে বলেন, এক ব্যক্তিকে আটক করে বাসায় নিয়ে সাদা স্ট্যাম্প ও সাদা চেকে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তার বাসা থেকে স্বাক্ষর নেওয়া স্ট্যাম্প ও চেক উদ্ধার করা হয়। এ ঘটনায় একটি মামলা হয়েছে।

এছাড়া তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা, বিস্ফোরক দ্রব্য উৎপাদন, সন্ত্রাস ও নারী-শিশু নির্যাতন দমন আইনে ২টিসহ মোট ১৫টি মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৭
বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।