[x]
[x]
ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪২৫, ২১ এপ্রিল ২০১৮

bangla news

ওমানে নিহত দুই ভাইয়ের দাফন সম্পন্ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৪-২১ ১২:১৫:১৫ পিএম
ওমানে নিহত দুই ভাইয়ের দাফন সম্পন্ন-ছবি: বাংলানিউজ

ওমানে নিহত দুই ভাইয়ের দাফন সম্পন্ন-ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত লক্ষ্মীপুরের কমলনগরের দুই ভাই মো. মাসুদ আলম (৩০) এবং জুয়েল রানার (২৫) দাফন সম্পন্ন করা হয়েছে।

শুক্রবার (২১ এপ্রিল) সকাল ৯টায় তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।

জানাজার নামাজ পড়ান স্থানীয় তোরাবগঞ্জ বাজার জামে মসজিদের খতিব মাওলানা মহসিন।

 

এর আগে নিহতদের আত্মার শান্তি কামনা করে বক্তব্য রাখেন- কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ শামসুল আলম ও তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সাল আহমেদ রতন প্রমুখ।

 

মঙ্গলবার (১১ এপ্রিল) রাতে মধ্যপ্রাচ্যের ওমানের রাজধানী মাসকাটের সালালা নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘনায় দুই ভাইসহ তিন বাংলাদেশির মৃত্যু হয়।

 

নিহতরা কমলনগর উপজেলার তোরাবগঞ্জ এলাকার সাহাব উদ্দিন খলিফার ছেলে।

 

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৭
এএটি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa