ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

যুদ্ধাপরাধ মামলার ৯ আসামি গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৭
যুদ্ধাপরাধ মামলার ৯ আসামি গ্রেফতার

খুলনা: খুলনায় দায়ের করা একটি যুদ্ধাপরাধ মামলার ১১ আসামির মধ্যে ৯ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এদের মধ্যে সাতজনকে খুলনা থেকে ও দুইজনকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাত থেকে শুক্রবার (২১ এপ্রিল) সকাল পর্যন্ত খুলনা ও ঢাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 

চলতি বছরের ১ জানুয়ারি তাদের বিরুদ্ধে ডুমুরিয়া থানায় মামলা দায়ের করা হয়। মামলা নং-৭৫।

 

খুলনা থেকে যাদের গ্রেফতার করা হয়েছে তারা হলেন- আব্দুর রহিম (৬৮), শামসুর রহমান (৭৫), জাহান আলী বিশ্বাস (৬৭), মো. শাজাহান (৬৮), করিম শেখ (৬৮), আবু বকর (৬৭), রওশন আলী গাজী (৭২)।  তাদের সবার বাড়ি জেলার ডুমুরিয়া উপজেলায়। ঢাকা থেকে গ্রেফতাররা হলেন- নাজের আলী ফকির ও শোহরাব হোসেন সরদার।

 

খুলনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্কাস আলী বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত ডুমুরিয়ার খর্নিয়া ও রানাই এবং মহানগরীর গল্লামারী এলাকা থেকে খুলনার সাতজনকে গ্রেফতার করা হয়। এই মামলায় নাজের আলী ফকির ও শোহরাব হোসেন সরদারকে ঢাকা থেকে একই সময়ে গ্রেফতার করা হয়।

 

মামলায় মোট ১১ জন আসামির মধ্যে নয়জনকে গ্রেফতার করা হলো।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৭

এমআরএম/এএটি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।