ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বেনাপোলে বন্দরে দুই শ্রমিক এসিড দগ্ধ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৩ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৭
বেনাপোলে বন্দরে দুই শ্রমিক এসিড দগ্ধ বেনাপোলে বন্দরে দুই শ্রমিক এসিড দগ্ধ-ছবি:বাংলানিউজ

বেনাপোল (যশোর): বেনাপোল স্থলবন্দরে আমদানি পণ্য লোড করার সময় এসিডে দগ্ধ হয়েছেন দুই শ্রমিক।

আশঙ্কাজনক অবস্থায় তাদের প্রথমে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে তাদের অবনতি হলে ঢাকায় নেওয়া হয়।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাত ৯টায় বেনাপোল স্থলবন্দরের ৩৮ নম্বর ইয়ার্ডে ট্রাকে এসিডের ড্রাম উঠানোর সময় একটি ড্রাম ফেটে এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন-  বেনাপোল পোর্টথানার পুটখালী ইউনিয়নের বৃত্তিআঁচড়া গ্রামের আমানতের ছেলে ইয়াকুব (৪২) ও খড়িডাঙ্গা গ্রামের মেনার ছেলে আশরাফ। এদের মধ্যে ইয়াকুবের অবস্থা আশঙ্কাজনক। তার শরীরের অধিকাংশ জায়গা এসিডে ঝলসে যায়।

বেনাপোল স্থলবন্দরের ৮৯১ শ্রমিক ইউনিয়ন অফিসের দফতর সম্পাদক হাফিজুর রহমান  বাংলানিউজকে বলেন, আহত শ্রমিকরা বন্দরে বাংলাদেশি ট্রাকে বিস্ফোরক দ্রব্য এসিড লোড করছিলো। এসময় ট্রাক থেকে একটি ড্রাম পড়ে ফেটে যায়। এতে ড্রামে থাকা এসিডে তাদের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। তাদের উদ্ধার করে প্রথমে যশোর হাসপাতাল ও  পরে তাদের অবনতি হলে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

বেনাপোল পোর্টথানা পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) মতিয়ার রহমান দুর্ঘটনার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৭
এএটি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।