ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লক্ষ্মীপুরে চুরির অভিযোগে শিশু নির্যাতন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৪ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৭
লক্ষ্মীপুরে চুরির অভিযোগে শিশু নির্যাতন লক্ষ্মীপুরে চুরির অভিযোগে শিশু নির্যাতন

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে টমেটো চুরির অভিযোগে মো. আবদুল্লাহ (১২) নামের এক মাদরাসা ছাত্রকে মারধর করে আহত করেছে স্থানীয় এক ব্যক্তি।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার চর কাদিরা ইউনিয়নের আওলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আবদুল্লাহ স্থানীয় আতহারুল উলুম মোহাম্মদিয়া কাওমী মাদরাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।

সে চর কাদিরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শফিক উল্লাহর ছেলে। অভিযুক্ত আলাউদ্দিন একই গ্রামের এনায়েত উল্লাহর ছেলে।

আবদুল্লাহর বাবা শফিক উল্লাহ জানান, আলাউদ্দিন চুরির মিথ্যা অভিযোগ এনে তাকে এলোপাতাড়ি মারধর করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে।  

এ ব্যাপারে জানতে অভিযুক্ত আলাউদ্দিনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।  

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও মাদরাসা প্রতিষ্ঠাতা মাওলানা খালেদ মোহাম্মদ ছাইফ উল্লাহ বলেন, আবদুল্লাহ আমার বাড়ির গাছের নিচে ঝড়ে পড়া আম কুড়াতে যায়। এসময় পাশের টমেটো ক্ষেতে আম কুড়াতে গেলে চুরির অভিযোগ এনে তাকে নির্যাতন করা হয়।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. আলমগীর হোসেন বলেন,  এ ব্যাপারে এখনও কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ করলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৬৪৫ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৭ 
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।