ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

দুর্বৃত্তের ছোড়া এসিডে ঝলসালো মা-মেয়ে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৭ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
দুর্বৃত্তের ছোড়া এসিডে ঝলসালো মা-মেয়ে দুর্বৃত্তের ছোড়া এসিডে ঝলসালো মা-মেয়ে-ছবি-বাংলানিউজ

গাইবান্ধা: দুর্বৃত্তের ছোড়া এসিডে  গাইবান্ধার সাদুল্যাপুরে ঝলসে গেছে মা ও মেয়ের শরীর।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে সাদুল্যাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের তরফসাদুল্যা গ্রামে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন-সাদুল্যাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের বাদশা মিয়ার স্ত্রী রশিদা বেগম (৪৫) ও তার মেয়ে সুমি (২২)।

তারা বর্তমানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালের বেডে শুয়ে দগ্ধ রশিদা বেগম জানান, রাতে মেয়েকে সঙ্গে নিয়ে বাড়ির পেছনে গেলে দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে  এসিড নিক্ষেপ করে। এতে মা ও মেয়ের শরীর ঝলসে যায়। পরে প্রতিবেশি ও পরিবারের লোকজন তাদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।

হাসপাতালের দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. সজিব কুমার জানান, এসিডে রশিদার ১০ ভাগ ও সুমীর শরীরের ৫ ভাগ ঝলসে গেছে।

সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস বিষয়টি স্বীকার করে বাংলানিউজকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষরা মা-মেয়েকে এডিস নিক্ষেপ করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ০৫৩৮ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৭
আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।