ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বয়লার বিস্ফোরণে হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তা 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
বয়লার বিস্ফোরণে হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তা  বয়লার বিস্ফোরণে হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তা-ছবি-বাংলানিউজ

দিনাজপুর: দিনাজপুর সদর উপজেলার রানীগঞ্জ মোড় এলাকায় যমুনা অটো রাইস মিলের বয়লার বিস্ফোরণে নিহত ও দগ্ধ পরিবারকে নগদ অর্থ প্রদান করেছে স্থানীয় প্রশাসন।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাতে তাদের নগদ অর্থ দেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুর রহমান।

তিনি বাংলানিউজকে জানান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বরাদ্দকৃত মানবিক সহায়তার অংশ হিসেবে প্রাপ্ত অর্থ থেকে নিহত তিন পরিবারকে ২০ হাজার ও দগ্ধ ১৬ জনকে নগদ ৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

 

ইউএনও আরও জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে দগ্ধদের সরকারি ব্যবস্থাপনায় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।  

বাংলাদেশ সময়: ০১৩১ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৭
আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।