ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লক্ষ্মীপুরে মানবাধিকার ধারণা ও প্রয়োগ শীর্ষক কর্মশালা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
লক্ষ্মীপুরে মানবাধিকার ধারণা ও প্রয়োগ শীর্ষক কর্মশালা

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে ‘মানবাধিকার ধারণা ও প্রায়োগিক দিক’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) দিনব্যাপী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতা, এনজিও ও শিক্ষক প্রতিনিধিরা অংশ নেন।

জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য মো. নজরুল ইসলাম।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মাঈন উদ্দিন পাঠান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, রায়পুর পৌর মেয়র ইসমাইল হোসেন খোকন, উপজেলা চেয়ারম্যান আলতাফ হোসেন মাস্টার প্রমুখ।

এসময় বক্তারা প্রতিটি মানুষের মানবাধিকার নিশ্চিত করার লক্ষে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতাসহ সুশীল সমাজকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।