ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ডিবির চাঁদাবাজি: তদন্ত কমিটির প্রতিবেদনে ব্যবস্থা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
ডিবির চাঁদাবাজি: তদন্ত কমিটির প্রতিবেদনে ব্যবস্থা

ঢাকা: র‌্যাব পরিচয়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) ১১ সদস্যের চাঁদাবাজির ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাতে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

শহীদুল হক বলেন, ডিবি পুলিশের কর্মকাণ্ডে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

যা তিন সদস্য বিশিষ্ট। কমিটিকে তিন কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

তারা যে প্রতিবেদন দাখিল করবে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান আইজিপি।

মূল ঘটনা ঘটে গত মঙ্গলবার (১৮ এপ্রিল) কচুক্ষেত এলাকার একটি ক্লাবে। আটকদের বিরুদ্ধে অভিযোগ, তারা ওই ক্লাবে ঢুকে লোকজনের টাকাপয়সা ও মোবাইল ফোন কেড়ে নেন।

বিস্তারিত পড়ুন লিংকে।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
এসজেএ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।