Alexa
ঢাকা, রবিবার, ১০ বৈশাখ ১৪২৪, ২৩ এপ্রিল ২০১৭
bangla news
symphony mobile

ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৪-২০ ৮:৩১:০৩ পিএম
সন্তানের মরদেহ নিয়ে বাবার আহাজারি। ছবি: বাংলানিউজ

সন্তানের মরদেহ নিয়ে বাবার আহাজারি। ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর দারুস সালাম থানার মিরপুর-১ নম্বরের দিয়াবাড়ি বটতলা এলাকার একটি তিনতলা বাড়ির ছাদ থেকে পড়ে সাত বছরের শিশু মাসুদ রানার মৃত্যু হয়েছে।

মাসুদ ওই এলাকার মোহাম্মদ আলীর টিনসেড বাড়ির ভাড়াটিয়া আবদুল জলিলের ছেলে। তিন ভাইয়ের মধ্যে সবার ছোট মাসুদের মায়ের নাম মরিয়ম আক্তার। তাদের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলার রাঢ়ি গ্রামে। সে এলাকার বিডিপি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।

আবদুল জলিল জানান, মাসুদ নিজেই কাগজ দিয়ে ঘুড়ি তৈরি করে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকাল ৪টার দিকে পাশেই বাড়িওয়ালার তিনতলা বাড়ির ছাদে ঘুড়ি ওড়াতে যায়। ছাদে রেলিং না থাকায় নিচে পড়ে গুরুতর আহত হয় মাসুদ। মুমূর্ষু অবস্থায় তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেন স্বজনেরা। পরে সন্ধ্যা ৭টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হলে কর্ত্যব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের হাবিলদার বাবুল মিয়া জানান, ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
এজেডএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

You May Like..