ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঘাটাইলে দু’পক্ষের সংঘর্ষে কিশোর নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
ঘাটাইলে দু’পক্ষের সংঘর্ষে কিশোর নিহত ঘাটাইলে দু’পক্ষের সংঘর্ষে কিশোর নিহত-ছবি: বাংলানিউজ

টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে আসাদুল হক (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। এতে আহত হয়েছেন ১০ জন।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার মাইঝবাড়ি বাগুনডালা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

ব্যাটারি চালিত অটোরিকশা চালক আসাদুল একই উপজেলার কাইল্যা গ্রামের মুক্তার আলীর ছেলে।

এই ঘটনায় আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, মাইঝবাড়ি বাগুনডালা এবং এর পাশের কাইল্যা গ্রামের দুই দলের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বৃহস্পতিবার দুপুরে কাইল্যা গ্রামের কয়েকজন লাঠিসোটা নিয়ে মাইঝবাড়ি বাগুনডালা গ্রামে যান। এদের মধ্যে কয়েকজন আসাদুল হকের অটোরিকশায় করেই মাইঝবাড়ি যান।
খবর পেয়ে মাইঝবাড়ি বাগুনডালা গ্রামের অনেকে তাদের ওপর হামলা চালান। এসময় উভয়পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আসাদুল হক নিহত হয়। এসময় আহত হন উভয় গ্রামের ১০ জন।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বাংলানিউজকে জানান, ফের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি আরো জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।