ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

‘পারিবারিক যোগাযোগ পুনঃস্থাপন’ কর্মশালা রেড ক্রিসেন্টের

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
‘পারিবারিক যোগাযোগ পুনঃস্থাপন’ কর্মশালা রেড ক্রিসেন্টের বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে পারিবারিক যোগাযোগ পুনঃস্থাপন শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখছেন সোসাইটির মহাসচিব বি.এম.এম মোজহারুল হক এনডিসি

ঢাকা: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে পারিবারিক যোগাযোগ পুনঃস্থাপন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।কর্মশালায় তথ্য মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়,পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নেন।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব বি.এম.এম মোজহারুল হক এনডিসি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উপ-মহাসচিব খোন্দকার জাকারিয়া খালেদ, ইন্টারন্যাশনাল কমিটি অব দি রেডক্রস এর বাংলাদেশস্থ এইচওডি বরিস কেলেসেভিক, আরএফএল বিভাগের সাবেক পরিচালক মিসেস মনোয়ারা সরকার।

স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আরএফএল বিভাগের পরিচালক ইমাম জাফর শিকদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আরএফএল বিভাগের দায়িত্বরত সহকারী পরিচালক এ কে এম মহাসিন।

সংস্থার আন্তর্জাতিক সম্পর্ক ও যোগাযোগ বিভাগের সহকারী পরিচালক এনায়েতুল্লাহ একরাম পলাশ স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।