ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাশিয়ান দূতাবাসের সামনে অবৈধ ব্লক ‍উচ্ছেদ শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৩ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
রাশিয়ান দূতাবাসের সামনে অবৈধ ব্লক ‍উচ্ছেদ শুরু রাশিয়ান দূতাবাসের সামনে অবৈধ ব্লক ‍উচ্ছেদ - ছবি- রানা

ঢাকা: রাজধানীর গুলশান ২ নম্বরে রাশিয়ান দূতাবাসের সামনে ফুটপাত দখল করে থাকা অবৈধ ব্লক উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) বেলা ১১টার দিকে এ অভিযান শুরু হয়।

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দিচ্ছে করপোরেশনের প্রধান প্রকৌশলী ব্রি. জেনারেল সৈয়দ আনোয়ারুল ইসলাম।

অভিযানস্থলে উপস্থিত রয়েছেন ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার। ঘটনাস্থলে ডিএনসিসি মেয়র আনিসুল হকের উপস্থিত হওয়ার কথা রয়েছে।

এরপর সৌদি আরব দূতাবাসের সামনের অবৈধ ব্লক উচ্ছেদ করা হবে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
এসএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।