ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দিনাজপুরে বয়লার বিস্ফোরণে দগ্ধ এক নারী শ্রমিকের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
দিনাজপুরে বয়লার বিস্ফোরণে দগ্ধ এক নারী শ্রমিকের মৃত্যু

দিনাজপুর: দিনাজপুর সদর উপজেলার রানীগঞ্জ মোড় এলাকার যমুনা অটোমেটিক রাইস মিলের বয়লার বিস্ফোরণে দগ্ধ অঞ্জনা দেবী (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি ঐ মিলের শ্রমিক ছিলেন।

বুধবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ (রমে) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে দগ্ধ ১১ জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়।

ওই বিস্ফোরণে মোট ৩০ শ্রমিক দগ্ধ হন।

 

দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, নিহত নারীর বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

 

বার্ন ইউনিটের প্রধান ডা. মারুফুল ইসলাম বলেন, ভর্তি সবার ৯০ থেকে ১০০ শতাংশই পুড়ে গেছে। প্রত্যেকের অবস্থা আশঙ্কাজনক।

 

রাইস মিলটিতে সকাল থেকে ধান ছাঁটাইয়ের কাজ চলছিল। দুপুরে মিলের বয়লার প্রচণ্ড গরম হয়ে বিস্ফোরণ ঘটে। এতে ৩০ জন শ্রমিক দগ্ধ হন। সেখান থেকে দগ্ধ এক শ্রমিকের মৃত্যু হলো।

 

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
জেডএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।