ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নীলফামারীতে স্মার্টবাসে নারীদের আইসিটি প্রশিক্ষণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
নীলফামারীতে স্মার্টবাসে নারীদের আইসিটি প্রশিক্ষণ নীলফামারীতে স্মার্টবাসে নারীদের আইসিটি প্রশিক্ষণ

নীলফামারী: ডিজিটাল স্মার্টবাসের ভেতর নীলফামারীর গ্রামীণ নারীদের আইসিটির ওপর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। শীতাতপ নিয়ন্ত্রিত এই বাসগুলো বিনা খরচে দেশের প্রত্যন্ত অঞ্চলের এক লাখ ৬৬ হাজার নারীকে প্রশিক্ষণ দেবে।

বিনা টিকেটে বাসের ভেতর পাওয়া যাবে তথ্য-প্রযুক্তির জ্ঞানের ভান্ডার। শীতাতপ নিয়ন্ত্রিত এই বাসে আসন তো আছেই, সঙ্গে আছে টেবিলও।

২৫ আসনের সামনের প্রতিটি টেবিলেই আছে একটি করে ল্যাপটপ।

তথ্য-প্রযুক্তি প্রশিক্ষণ সংক্রান্ত সফটওয়্যার ও প্রশিক্ষণ আয়ত্তের সহজ পাঠ্যসূচি (মডিউল) দেওয়া আছে প্রতিটি ল্যাপটপে। ইন্টারনেট সংযোগ সুবিধা দিতে পুরো বাসটিকেই করা হয়েছে ওয়াই-ফাই, রয়েছে এলইডি স্ক্রিন।

বর্তমানে বাসটি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে রয়েছে। সেখানে তিন দিনব্যাপী নারীদের আইসিটি প্রশিক্ষণ দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad