ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

উল্টানো ভাস্কর্য সাজালেন সেই শিক্ষার্থীরাই

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
 উল্টানো ভাস্কর্য সাজালেন সেই শিক্ষার্থীরাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারুকলা অনুষদ চত্বরে উল্টানো শতাধিক ভাস্কর্য আবার সাজিয়ে রেখেছেন শিক্ষার্থীরা।

রাবি (রাজশাহী): রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারুকলা অনুষদ চত্বরে উল্টানো শতাধিক ভাস্কর্য আবার সাজিয়ে রেখেছেন শিক্ষার্থীরা। 

মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগ সূত্রে জানা গেছে, ভাস্কর্য উল্টানোর দায় স্বীকার করা দুই শিক্ষার্থীসহ বিভাগের অন্যান্য শিক্ষার্থীরা বুধবার বিকেলে ভাস্কর্যগুলো আবার সাজিয়ে রেখেছেন।

সোমবার (১৭ এপ্রিল) রাতে শতাধিক ভাস্কর্য উল্টিয়ে রাখেন মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের মাস্টার্সের কয়েকজন শিক্ষার্থী।

তারা জানান, ভাস্কর্যসহ বিভিন্ন শিল্পকর্ম সংরক্ষণের দাবিতে শিক্ষার্থীরাই এ কাজ করেছিলেন। ভাস্কর্য উল্টানোর মাধ্যমে প্রতিবাদ করায় অনেকে এর সমালোচনা করেন।

একই বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ বুধবার বিকেলে বাংলানিউজকে বলেন, আমরা ভাস্কর্যগুলো সাজিয়ে রেখেছি। যারা ভাস্কর্য উল্টেছিলেন তারাও এসময় কাজ করেছেন।

বুধবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, ভাস্কর্যগুলো আগের মতো ঠিকঠাক করে সাজিয়ে রাখা হয়েছে।  রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারুকলা অনুষদ চত্বরে উল্টানো শতাধিক ভাস্কর্য আবার সাজিয়ে রেখেছেন শিক্ষার্থীরা।

এদিকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, প্রক্টর ও ডিনের কাছে চিঠি দিয়েছেন মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের সভাপতি অধ্যাপক মোস্তফা শরীফ আনোয়ার।  

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মজিবুল হক আজাদ খান বলেন, ভাস্কর্য উল্টানোর ঘটনায় মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের চিঠি পেয়েছি। অভিযোগটি অনুমোদনের দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের। কিন্তু বর্তমানে বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদ শূন্য। নতুন উপচার্য, উপ-উপাচার্য নিয়োগের পরই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।