ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গোয়ালন্দে চরমপন্থির মাথাবিহীন মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫২ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
গোয়ালন্দে চরমপন্থির মাথাবিহীন মরদেহ উদ্ধার

রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় দেলোয়ার বেপারী (৩০) নামে এক চরমপন্থি  ব্যক্তির মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের পদ্মা নদীর পাড়ে চর বাঘিয়াবাড়ী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

দেলোয়ার দেবগ্রাম ইউনিয়নের চর দেলুন্দি গ্রামের বেলায়েত বেপারীর ছেলে।

নিহতের বোন আকলিমা বেগম বাংলানিউজকে বলেন,  মঙ্গলবার (১৮ এপ্রিল) সন্ধ্যার পর দেলোয়ার পদ্মা নদীতে মাছ ধরার উদ্দেশে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ ছিল।

গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা আবুল কালাম আজাদ বাংলানিউজকে বলেন,  দেলোয়ার নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠন লাল পতাকা বাহিনীর একজন সক্রিয় সদস্য ছিল। স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তার মাথাবিহীন মরদেহ উদ্ধার করে।

ধারণা করা হচ্ছে, অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে তাকে হত্যা করা হয়েছে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজাদ রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, ১৯ এপ্রিল, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।