ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

অর্ধশত যাত্রী নিয়ে উল্টে গেলো বাস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
অর্ধশত যাত্রী নিয়ে উল্টে গেলো বাস উল্টে যাওয়া বাস- ছবি- আবু বকর

সুনামগঞ্জ (জাউয়াবাজার) থেকে: প্রায় অর্ধশত যাত্রী নিয়ে সুনামগঞ্জের উদ্দেশ্যে সাত সকালে সিলেট ছেড়ে আসে যাত্রীবাহী বাসটি (সিলেট ব-৫২০৯) উল্টে যায়। 

জাউয়াবাজারের খারাই এলাকায় যাওয়ার পর বাসটি নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। এতে বাসের সব যাত্রীই কমে কেশি আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

 

বুধবার (১৯ এপ্রিল) সকাল ৯টায় এ দুর্ঘটনা ঘটে।

খারাই এলাকার বাসিন্দা রফিক উদ্দিন ও আরিফ বাংলানিউজকে বলেন,  অদক্ষ চালকের কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে।  

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে হাইওয়ে পুলিশ। তবে কোনো যাত্রীর অবস্থা গুরুতর কি-না সে বিষয়ে কিছু জানা যায়নি।  

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
এনইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।