ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বগুড়ায় সেপটিক ট্যাংকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৯ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
বগুড়ায় সেপটিক ট্যাংকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলার সীমান্তবর্তী সামীবাড়ী বাজার এলাকায় সেপটিক ট্যাংকিতে কাজ করতে নেমে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরেক শ্রমিক।
 
 

বুধবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন- উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের বেটখের গ্রামের মৃত শুকুর আলীর ছেলে সোলায়মান (৫৫), একই ইউনিয়নের ররোয়া গ্রামের মৃত আয়নালের ছেলে আনোয়ার হোসেন (৪০)।

আহত হয়েছেন একইগ্রামের বদিউজ্জামানের ছেলে সোহেল রানা (২৬)।  
 
আহত সোহেল রানাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি করা হয়েছে।
 
বেলা সাড়ে ১১টার দিকে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (এসআই) আরিফ বাংলানিউজকে দু’জন শ্রমিক নিহতের বিষয়টি নিশ্চিত করেন।  
 
তিনি জানান, ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রিপনের বাসায় সেপটিক ট্যাংকিতে কাজ করতে নেমে প্রথমে একজন শ্রমিক আটকা পড়েন। পরে তাকে উদ্ধারে ভেতরে আরো দুই শ্রমিক নেমে তারাও আটকা পড়েন।
 
খবর পেয়ে রায়গঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এসে তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।
 
এরমধ্যে চান্দাইকোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ার হোসেন ও শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোলায়মান আলী মারা যান। শজিমেকে চিকিৎসাধীন আহত সোহেল রানার অবস্থাও গুরুতর।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
এমবিএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।