ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মেয়াদ ১ মাস, পণ্যের মোড়কে ৫ মাস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
মেয়াদ ১ মাস, পণ্যের মোড়কে ৫ মাস আলিফ ফুডকে জরিমানা/ছবি: বাংলানিউজ

ফেনী: মোড়কের গায়ে পণ্যের মেয়াদ লেখা পাঁচ মাস। অথচ বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) টেস্টিংয়ের পর পণ্যের মেয়াদ দেওয়া হয় এক মাস। অথচ লোক ঠকিয়ে প্রায় চার মাস বৈধ উপায়ে বাজারে থাকছে পণ্যটি।

এভাবে অভিনব কায়দায় গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে আসছে ফেনীর আলিফ ফুড প্রোডাক্টস।

মঙ্গলবার (১৮ এপ্রিল) ফেনীর সার্কিট হাউজ রোডের আলিফ ফুড প্রোডাক্টের কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালালে এ অভিনব প্রতারণার তথ্য বেরিয়ে আসে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা এ অভিযান পরিচালনা করেন। এসময় কারখানার মালিক নিজেই স্বীকার করেন এ প্রতারণার কথা।

পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটির ম্যানেজারকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন আদালত। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সোহেল রানা।

অভিযানকালে স্যানিটারি ইন্সপেক্টর নুরুল করিম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
এসএইচডি/ওএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad