ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

যানজট নিরাসনে ফেনীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
যানজট নিরাসনে ফেনীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান যানজট নিরাসনে ফেনীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান-ছবি: বাংলানিউজ

ফেনী: যানজট নিরাসনে ফেনীতে অনুনোমোদিত গাড়ি ও অবৈধ পার্কিংরোধে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকেলে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।

এসময় অবৈধ পার্কিংয়ের মূল দুই স্থান বড় মসজিদ রাজবাড়ির সামনে থেকে দু'টি সিএনজি স্ট্যান্ড উচ্ছেদ, ২৪টি গাড়িকে ৩২ হাজার টাকা জরিমানা, আটটি ট্রাকের বাম্পার বিচ্ছিন্ন করে।

এরপর সেখানে পৌরসভা কর্তৃপক্ষকে তাদের নির্ধারিত স্থানে লাল কাপড় ও নির্দেশিকা টানিয়ে দিতে নির্দেশনা দেওয়া হয়। যাতে করে সেই স্থানে পার্কিং করতে না পারে সিএনজি অটোরিকশাগুলো।

একইভাবে শহরের মহিপাল মোড়ে অবৈধ সিএনজি স্ট্যান্ড উচ্ছেদ করা হয়। সেখানেও পৌরসভাকে একই রকম নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে এসময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রানুয়ারা খাতুন, বিআরটিএর সহকারী পরিচালক, বিআরটিএ পরিদর্শক মাহবুব রাব্বানী, পৌরসভা কাউন্সিলর সাইফুর রহমান ও পৌরসভা কর্মকর্তারা।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা বাংলানিউজকে জানান, অবৈধ পার্কিং যানজট সমস্যার মূল কারণ। পার্কিং উচ্ছেদে জেলা প্রশাসন তৎপর। পৌরসভা কর্তৃপক্ষের অনুমোদিত স্থানে সিএনজি ও অন্যান্য যানবাহন রাখলে যানজট কিছুটা নিয়ন্ত্রণে আসবে।

বাংলাদেশ সময় ২২০৩ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
এসএইচডি/এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।