ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশালে মাদক মামলায় ১ ব্যক্তির কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
বরিশালে মাদক মামলায় ১ ব্যক্তির কারাদণ্ড

বরিশাল: বরিশালে র‌্যাব-৮ এর দায়ের করা মাদক মামলায় খলিলুর রহমান নামে এক ব্যক্তিকে ‍আট বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

খলিলুর রহমান বরিশালের গৌরনদী উপজেলার মৃত মজিদ বেপারীর ছেলে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) বরিশালের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রফিকুল ইসলাম এ রায় দেন।

পরে বিষয়টি আদালতের বেঞ্চ সহকারী ফিরোজুল ইসলাম বাংলানিউজকে নিশ্চিত করেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২৮ সেপ্টেম্বর দিবাগত রাত সোয়া ৯টার দিকে গৌরনদীতে অভিযান চালিয়ে ৪শ’ পিস ইয়াবাসহ খলিলুর রহমানকে আটক করেন র‌্যাব-৮ এর সদস্যরা।

এ ঘটনায় ২৯ সেপ্টেম্বর র‌্যাবের-৮ ডিএডি ফজলুল হক হাওলাদার বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

গৌরনদী থানার উপ পরিদর্শক (এসআই) ইউনুস আলী ওই বছরের ৩১ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করেন। আদালতে ১২ জনের সাক্ষগ্রহণ শেষে মঙ্গলবার এ রায় দেন।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
এমএস/ওএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।