ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাটুরিয়ায় চড়ক মেলা অনুষ্ঠিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৭
সাটুরিয়ায় চড়ক মেলা অনুষ্ঠিত সাটুরিয়ায় চড়ক মেলা অনুষ্ঠিত

মানিকগঞ্জ: পহেলা বৈশাখ উপলক্ষে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া দাসপাড়া এলাকায় চড়ক মেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ এপ্রিল) বিকেল ৬টায় চড়ক গাছের সঙ্গে বড়শিগাঁথা মানুষ ঘুরানোর মধ্যদিয়ে দিনব্যাপী এ মেলার সমাপ্তি হয়।

চড়ক মেলার আয়োজিত কমিটির অন্যতম সদস্য সুরেশ সরকার বাংলানিউজকে জানান, প্রায় তিন যুগ সময় ধরে দাসপাড়া এলাকায় চড়ক মেলা অনুষ্ঠিত হয়।

দুইজন যুবকের পিঠে বড়শি গেঁথে রশির সাহায্যে চড়ক গাছের মাথার সঙ্গে বেঁধে গাছের চারদিক দিয়ে ঘুরানো ওই মেলার প্রধান আকর্ষণ।

এ সময় উপস্থিত ছিলেন- ধানকোড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আব্দুর রউফ ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।