ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঝিনাইদহে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে বর্ষবরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১১ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৭
ঝিনাইদহে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে বর্ষবরণ ঝিনাইদহে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে বর্ষবরণ-ছবি: বাংলানিউজ

ঝিনাইদহ: নানা আয়োজনের মধ্য দিয়ে ঝিনাইদহে উদযাপিত হচ্ছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ।

জেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার (১৪ এপ্রিল) সকালে শহরের ওয়াজির আলী স্কুল মাঠ থেকে ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই-এর নেতৃত্বে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন ডিসি কোর্ট চত্বরে গিয়ে শেষ হয়।

বিভিন্ন সংগঠন মুখোশ, হরেক রকম পুতুল ও কাগজ দিয়ে তৈরি পাখি নিয়ে শোভাযাত্রায় অংশ নেয়।

পরে পুরাতন ডিসি কোর্ট চত্বরে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধন করা হয় ১৫ দিনব্যাপী বৈশাখী মেলার। এছাড়া জেলার ছয়টি উপজেলার বিভিন্ন স্থানে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে বর্ষবরণ।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।