ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভালুকায় বনের জমি দখল নিয়ে ফ্যাক্টরি নির্মাণ, আটক ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
ভালুকায় বনের জমি দখল নিয়ে ফ্যাক্টরি নির্মাণ, আটক ১

ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় বনের জমি দখল করার সময় সাইফুল মালেক (৫০) নামে এক শ্রমিককে আটক করেছে স্থানীয় বন বিভাগ।

সোমবার (১০ এপ্রিল) দুপুরে তাকে বন আদালতে সোপর্দ করা হয়।

জানা যায়, উপজেলার হবিরবাড়ী বিটের অধীনে মেহেরাবাড়ী মৌজায় বন বিজ্ঞপ্তি ৮৭/৯৪/৯৯ ও ১০৩ নম্বর দাগে বন বিভাগের বাধা উপেক্ষা করে লাবিব ডাইং মিলস লিমিটেডের পক্ষে স্থানীয় প্রভাবশালীদের সহযোগিতায় শতাধিক লোকজন ফ্যাক্টরির নির্মাণের কাজ করছিল।

খবর পেয়ে স্থানীয় হবিরবাড়ী বিট কর্মকর্তা শরিফুর রহমান খান চৌধুরীর নেতৃত্বে বন প্রহরীদের একটি দল বন বিভাগের দাবি করা ভূমি থেকে ওই শ্রমিককে আটক করে।

শরিফুর রহমান খান চৌধুরী বাংলানিউজকে জানান, ওই ডাইং মিলের বিরুদ্ধে বন আদালত ও ভালুকা মডেল থানায় ৮ থেকে ১০টি মামলা রয়েছে। তবে কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ বাংলানিউজকে বলেন, ওই কোম্পানির বিরুদ্ধে বন কর্তৃপক্ষের একটি মামলা রয়েছে। এ ঘটনায় বিট কর্তৃপক্ষ এক শ্রমিককে আটক করেছে।

বাংলাদেশ সময় ২১১০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
এমএএএম/জিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad