ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফেনীতে চার ফার্মেসিকে ১ লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
ফেনীতে চার ফার্মেসিকে ১ লাখ টাকা জরিমানা ফেনীতে ফার্মেসিকে জরিমানা। ছবি: বাংলানিউজ

ফেনী: ভেজাল ও মানহীন ওষুধ বিক্রিসহ নানা অনিয়মের দায়ে ফেনীতে চার ফার্মেসিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১০ এপ্রিল) দুপুরে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের পরিচালক নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা তাদের এ জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা বাংলানিউজকে জানান, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ঠেকাতে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন।

অভিযান চলাকালে শহরের ট্রাংক রোড়ের পঞ্চরত্ন ফার্মেসির দ্বিজেন্দ্র দেবনাথকে ২০ হাজার টাকা, আমিন মেডিকেল হলের শরীফ আবদুল্লাহ হাজারীকে ২০ হাজার টাকা, লাইসেন্সবিহীন সার্জিক্যাল যন্ত্রপাতি বিক্রির অপরাধে জাহান সার্জিকেলের কামাল উদ্দিনকে ৫০ হাজার টাকা এবং মহিপাল মুন  মেডিসিন শপের নাসির উদ্দিনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসন ওষুধ ব্যবসায় অনিয়মের বিরুদ্ধে সোচ্চার। এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে। ফার্মেসিগুলোকে নিষিদ্ধ ঘোষিত ওষুধ কোম্পানির তালিকা ঝোলানোর নির্দেশও দেন সোহেল রানা।
 
এসময় উপস্থিত ছিলেন জেলা ড্রাগ সুপারেন্টেনডেন্ট সালমা সিদ্দিকা।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
এসএইচডি/আরআইএস/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।