ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

তিস্তাপাড়ের জালে ৫০ কেজির বাঘাইড়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৯ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
তিস্তাপাড়ের জালে ৫০ কেজির বাঘাইড় ৫০ কেজি ওজনের বাঘাইড় মাছ

লালমনিরহাট: তিস্তাপাড়ের জেলেদের জালে আটকা পড়েছে ৫০ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। পঞ্চাশ হাজার টাকায় মাছটি বিক্রি করেছেন জেলেরা।

বুধবার (২৯ মার্চ) সন্ধ্যায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারেজ এলাকায় মাছটি আটকা পড়ে।

স্থানীয়রা জানান, জেলে কাসেম আলীসহ কয়েকজন মিলে তিস্তা ব্যারেজ এলাকা নদীতে জাল ফেলেন।

এ সময় ওই জালে বাঘাইড় মাছটি আটকে যায়।

পরে স্থানীয় সাধুর বাজারে বিক্রি করতে নিলে ওই বাজারের ব্যাসায়ী সানোয়ার এক হাজার টাকা কেজি দরে ৫০ হাজার টাকায় মাছটি কিনে নেন।

ক্রেতা সানোয়ার জানান, বড় মাছ দেখে বাজারের ৫০ জন ব্যবসায়ী মিলে মাছটি ক্রয় করে ভাগ করে নিয়েছেন।

বহুদিন পর একটি বড় মাছ ধরতে পেরে খুব খুশি বলেন জানান কাসেম আলীসহ অন্যান্য জেলেরা। তিস্তায় পানি থাকলে এমন মাছ আরও পাওয়া যেত বলেও জানান তারা।

বালাদেশ সময়: ০৪৪৬ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।